Home » কবিতা ও ছড়া » পঞ্চমীর পাঁচ ফড়ঙ

পঞ্চমীর পাঁচ ফড়ঙ

পাড়ায় পাড়ায় প্যান্ডেল,
আর সার্বজনীন পুজা
আসুন দেখি পুজোয়,
কার কী ধরনের মজা।

সুন্দরী তন্বীদের দেখলেই যায় বোঝা
বিউটি পার্লারে মেক ওভার করে,
পছন্দের রোমিও খোঁজা।

ঊনিশ ,কুড়ি মেতে থাকবে আপলোড নানা সাজে,
বখাটেরা মজা নেবে নারীর শরীরের নানা ভাঁজে।

প্রেমীরা বার করবে সময়,
একসাথে ফুচকা খাওয়ার,
সিনেমা হলে জমিয়ে প্রেম,
পাক্কা একসাথে পাওয়ার।

সংসারীর অনেক কাজ,
সকাল থেকে বিকাল,
বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার,
হবে না ভালো কপাল।

উদ্যোক্তাদের কপালে ভাঁজ,
হঠাৎ ঝিরি ঝিরি বৃষ্টি,
এতো খরচ করে সাজানো প্যান্ডেল,
এ কী অনাসৃষ্টি।

গিন্নিদের অনেক বেছে কেনা,
পাঁচ হাজারি শাড়ি,
পূজার মণ্ডপে চমকে দিতে,
হবে সাজের বাহারি।

ছোটদের শব্দ বাজিতে মন্দিরে টেকা দায়,
চাকুরিজীবিরা ছুটি পেয়ে, পড়ে পড়ে ঘুমায়।

নিজস্ব লেখা – কাবু মন্ডল

Comments