ঘটনাটি বিত্তবান কিংবা হতদরিদ্র, সবার জন্যই বিস্ময়কর! বিয়ে বাড়িতে কিংবা কোনো ভোজ আয়োজনে আশেপাশে ভিক্ষুক অথবা গরিব ছেলেমেয়ে দেখলেই যেখানে সর্বশক্তি প্রয়োগ করে এদেরকে তাড়ানোর চেষ্টা করা হয়, সেখানে বীরভূমের রামপুরহাটের এক নবদম্পতি সৃষ্টি করলেন মানবিকতার এক অনবদ্য নজির। রামপুরহাটের ৬ নাম্বার ওয়ার্ডের বিবেকানন্দ রোডের বাসিন্দা কৃষ্ণ প্রসাদ চৌধুরী নিজের পছন্দের মেয়ে স্মৃতি চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেন। তাদের বৌভাতে আয়েজনের কোনো ফাঁক নেই। কিন্তু দুপুরটা কাটালেন একটু সবার থেকে আলাদা ভাবে রামপুরহাট শহরের একটি প্রতিবন্ধী হোমের প্রায় ৪০ জনকে নিয়ে। খাওয়া দাওয়া থেকে উপহার, নতুন পোশাক ও হোম কর্তৃপক্ষকে আর্থিক ৫ হাজার টাকাও তুলেদেন তাদের কাজে লাগানোর জন্য। নবদম্পতির এই কাজ দেখে এগিয়ে আসলেন বিয়ে বাড়িতে আশা অতিথিরাও। অঞ্জলি, লক্ষ্মী এরা নিজের টাকা থেকে চকলেট, পুতুল, খেলনা কিনে তুলে দিলেন ওদের হাতে।
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]