বছর দুয়েক আগে ১০০ দিনের কাজে পুকুর খননের সময় মাটির বহু গভীর থেকে উদ্ধার প্রাচীন এক পাথরের মূর্তি। মূর্তি উদ্ধার হয় সদাইপুর থানার অন্তর্গত ভুরকুনা পঞ্চায়েতের আগর গ্রামে। আদিবাসীদের হাত ধরে উদ্ধার হওয়া এই মূর্তি দেখতে গত দুবছর ধরেই মানুষের ভীড় চোখে পড়ার মত। সেই মত তারা এই মূর্তিটিকে এই শ্রাবন মাসে একটি বট গাছের নিচে স্থাপন করলেন। পূজার্চনা, যজ্ঞ, প্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে এই গ্রাম সংলগ্ন আরও পাঁচটি গ্রাম অংশগ্রহন করে। উদ্যোক্তাদের দাবি এখনো ওই পুকুরের নিচে বড় বড় প্রাচীন মধ্যযুগীয় মূর্তি আছে, যেগুলি আকারেও অনেক বড় এবং তাদের পক্ষে তোলা সম্ভব হয়নি। এইও দাবি করেন এখানে ওই পুকুরের নিচে হয়তো কোনো মন্দিরও ছিল।
ভিডিও ও তথ্যঃ মহঃ আজহারউদ্দিন(সাহেব)
[uam_ad id=”3726″]