Home » জেলার খবর » সিউড়ির একটি পলেটেকনিক কলেজে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রিরা

সিউড়ির একটি পলেটেকনিক কলেজে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রিরা

বীরভূম ৫ জুলাইঃ- প্রতিশ্রুতি মোতাবেক সুবিধা না দেওয়ায় সিউড়ির একটি পলেটেকনিক কলেজে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রিরা। সেই সঙ্গে ছাত্রছাত্রিদের দাবী দাওয়া নিয়ে এক শিক্ষক কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ছাত্রছাত্রিদের। বুধবার ঘটনাটি ঘটেছে, সিউড়ির এলসিজি পলেটেকনিক কলেজে। এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রছাত্রিরা তাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বেলা সাড়ে ১০টা নাগাদ অধ্যাক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেওয়ায়। তাদের অভিযোগ। এক বছর আগে কলেজে ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ নানান প্রতিশ্রুতি দিয়ে ছাত্রছাত্রিদের ভর্তি করেছিল কলেজে। তাদের দাবী ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ বলেছিল ল্যাবের সুবিধা, ক্যান্টিন, যাতায়াতের বাস, ঠান্ডা পানীয় জল, সুষ্ট ক্লাস ঘর ইত্যাদি সুবিধা দেবে কলেজ। কিন্তু এক বছর পেড়িয়ে গেলেও সেই সব কোনও সুবিধায় পাচ্ছেন না ছাত্রছাত্রিরা। তাদের আরো অভিযোগ ওই কলেজের এক শিক্ষক তরুন কুমার মণ্ডল(কম্পিউটার সায়েন্স) ছাত্রদের দাবী দাওয়া নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসতে গেলে তাকেও মানসিক ভাবে হেনস্থা করা হয়। এমন কি তিনি কলেজ কর্তৃপক্ষের ব্যবহারে বিস্মিত হয়ে কলেজ থেকে অব্যহুতি নিতে গেলে ছাত্রছাত্রিদের দাবী মোতাবেক তাকে সেখানে রাখা হয়। ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরদীপ রায় চৌধুরি বলেন, “আমাদের ভর্তির সময় কলেজ থেকে অনেক সুবিধা দেওয়ার কথা বলেছিল। সেই মোতাবেক টাকাও নিয়েছে তারা। কিন্তু আমরা কোনও সুবিধায় পাচ্ছি না। আমরা বিষয়টি প্রশাসনকেও জানাবো। এমন কি আমাদের একজন ভাল শিক্ষক আমাদের দাবী কলেজ কর্তৃপক্ষকে জানাতে গেলে তাকেও হেনস্থা করা হয় মানসিক ভাবে। আমাদের দাবী মানা না হলে আমরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবো।” ওই কলেজের অধ্যক্ষ বলেন, “ছাত্রছাত্রিরা তাদের দাবী ও অভিযোগ লিখিত আকারে জানালে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। তবে এখন উন্নয়নের কাজ চলছে সার্বিক ভাবে। সময় লাগবে।”
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments