পবিত্র কোরান ও দাতা বাবা বাণী পাঠ করে শুরু হল পাথর চাপুরীর দাতা বাবা মেহেবুব শাহ ওয়ালী(রঃআঃ) পবিত্র ঊরুস মোবারক ও মেলা। শনিবার বিকেলে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক মহঃ আব্দুল গনি সাহেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও পাথরচাপুরী উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সংখ্যা লঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের সেক্রেটারি পি বি সেলিম, জেলা সংখ্যা লঘু আধিকারিক ফৈয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন রঞ্জন কুমার ঝাঁ, জেলা আবগারী সুপার বাসুদেব সরকার ও জেলা শাসক পি মোহন গান্ধী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
শনিবার বিকেলে পাথরচাপুরীর ১২৬ তম পবিত্র ঊরুস মোবারক ও মেলার সুচনা করলেন মহঃ আব্দুল গনি। এবারও দেশ বিদেশের প্রায় ৬ লক্ষাধিক ধর্ম প্রান জাতি,বর্ন, ধর্ম মানুষ উপস্থিত হবেন বলে অনুমান করা হচ্ছে। এদিন উদ্ভোধন হলেও গত বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুর্নার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন। আর মেলার পরিচ্ছন্নতা রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। মেলাকে এবছর প্লাস্টিক মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্লাস্টিক গ্লাস,কাপ,থার্মোকলের পাতা, ক্যারি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই মতো প্রতিটি দোকানে গিয়ে ওই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হচ্ছে। কয়েক শো সাফাই কর্মীর সঙ্গে সঙ্গে প্রচুর ডাস্টবিন রাখা হয়েছে। মেলা এলাকাই যাতে ধুলো না অরে তাঁর জন্য গাড়িতে করে জল দেওয়া হচ্ছে। ৫০০ টি অস্থায়ী শৈচালয় নির্মাণ করা হয়েছে জলের ব্যবস্থাসহ। ওয়াচ টাওয়ার, সিসি টিভি ক্যমেরা ও ড্রোন ক্যামেরার সাহায্যে নজর দারী করা হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে আলোক সজ্জা করা হয়েছে। চুরি, পকেট মারি রুখতে সাদা পোশাকের ও মহিলা পুলিশ পর্যাপ্ত সংখ্যায় রাখা হয়েছে। পুকুরের ঘাটে নজর দারী বাড়ানো হয়েছে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক মহঃ আব্দুল গনি সাহেব বলেন, দাতা বাবা মেহেবুব শাহ ওয়ালী(রঃআঃ) তাঁর কর্মের জন্য বিখ্যাত হয়েছেন। তিনি জেলা তথা ও বাইরের প্রচুর মানুষের হিতের জন্য কাজ করেছেন। জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই দাতা বাবাকে শ্রদ্ধা করেন। বর্তমান সরকার পাথর চাপুরী উন্নয়ন কমিটি গড়ে দিয়েছে। এলাকার প্রচুর উন্নয়ন হচ্ছে। এখানে যারা আসেন তাঁদের স্বাচ্ছন্দের কথাও ভাবা হয়েছে। সেই মতো প্রচুর উন্নয়নমূলক কাজকর্ম চলছে।
ছবি ও তথ্য কৌশিক সালুই