বোলপুর : শান্তিনিকেতনের পশুপাখি প্রেমীরা এবার চোরা শিকারিদের হাত থেকে পাখি শিকার রুখতে সচেতনতার প্রচার অভিযান শুরু করলেন বাউল গানের মাধ্যমে।
বীরভূমের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঊর্মিলা গঙ্গোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত বন দফতরের কর্মী নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাউল গানের মাধ্যমে বিভিন্ন এলাকায় চলছে অভিনব প্রচার। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এমন অভিনব উদ্যোগ।
মার্চ মাসে বোলপুর এবং সংলগ্ন নানুর থানা এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে পুলিশ ও বন দফতর চোরা শিকারিদের জালে আটকে থাকা কয়েক হাজার পরিযায়ী পাখি উদ্ধার করেছেন ইতিমধ্যেই। এই সময় দুই বনকর্মী চোরা শিকারিদের হাতে আক্রান্ত হওয়ার মত ঘটনা ঘটে।
বন দফতর এবং পাখি বিশেষজ্ঞদের মতে, সাধারণত জমির ধান কেটে নেওয়ার পর পোকা খেতে পাখিরা দল বেঁধে নামে মাঠে। এবং মার্চ ও এপ্রিল মাঝামাঝি সময়ে নিজেদের দেশে ফেরার জন্য জড় হয় এলাকায়। তার সুযোগ নিয়ে ওই সকল এলাকায় ডেরা বাঁধে চোরা শিকারির দল। এমন শিকারিদের সম্পর্কে তথ্য দিতে এবং মাঠে জাল ফেলার খবর জানানোর জন্য স্থানীয়দের কাছে আর্জি জানান পশুপাখি প্রেমীরা।
ছবি ও তথ্যঃ মুনতাজ রহমান