Home » জেলার খবর » জেলায় আদিবাসী সংগঠনের রাস্তা ও রেল অবরোধের জেরে দুর্ভোগ

জেলায় আদিবাসী সংগঠনের রাস্তা ও রেল অবরোধের জেরে দুর্ভোগ

৩০ শে জুন : ঝাড়খণ্ড সরকারের আদিবাসী বিরোধী সিএনটি অ্যাক্ট এবং এসপিটি অ্যাক্টের সংশোধনী বিল প্রত্যাহার, আদিবাসীদের জল জঙ্গল জমি ও শিক্ষার অধিকারের দাবিতে ঝাড়খণ্ডের পাশাপাশি বীরভূম জেলায় সাঁওতালদের অন্যতম বড় সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগনা মহল’ এদিন আন্দোলনে নামে।বীরভূমের কোপাই স্টেশনের কাছে রেল অবরোধের জেরে আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস সহ বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। এছাড়াও মহঃবাজারে অবরোধ হয়েছিল জাতীয় সড়ক বেশ কিছুক্ষনের জন্য।
ছবি_আশিস সাহা
[uam_ad id=”3726″]

Comments