তৃতীয় পর্যায়ে বীরভূম লাল মাটির দেশের “পরশ” কর্মসূচি ছিল (২৩ ডিসেম্বর ২০২০) মির্জাপুর আশ্রমে। যেখানে অনাথ ৭৪ জন ছেলে মেয়েকে উপহার দেওয়া হলো শীতবস্ত্র।
মির্জাপুর আশ্রমের এই মহৎ কর্মসূচি তে পাশে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও সঙ্গে থাকুন।