পাশে থাকার ব্রত বীরভূম লাল মাটির দেশের। জেলায় যখন শীত জাঁকিয়ে বসেছে, ব্লকে ব্লকে চলছে পরশ কর্মসূচি। এমত অবস্থায় সাইথিয়া থেকে আসা একজন ডায়ালাইসিস রোগী আমাদের সাথে যোগাযোগ করে জানালেন ডায়ালাইসিস চলাকালীন কষ্ট ও প্রবল ঠান্ডার কথা। তৎক্ষণাৎ তাকে একটি কম্বল উপহার দেওয়া হয় এবং সিদ্ধান্ত হয় সিউড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে যত গুলি বেড আছে ততগুলি কম্বল সেন্টারকে দেওয়ার। যেগুলি ব্যবহার করবেন ডায়ালাইসিস করাতে আসা রোগীরা। আজ ৩১শে ডিসেম্বর ২০২১, বছরের শেষ দিনে সিউড়ি সদর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার ইনচার্জের হাতে কম্বল পৌঁছে দিয়ে রোগীদের উষ্ণতা উপহার দিল বীরভূম লাল মাটির দেশ ।