সিউড়ি : এপ্রিল সদ্য চৌকাঠ ডিঙিয়েছে। এ দিকে পারদ ৪১ ডিগ্রি ছুঁয়ে তরতর করে আরও এগোনোর জন্য কোমর বাঁধছে।
দিন তিনেক ধরে তাপমাত্রার যা বহর, তার চোটে প্রাণান্তকর অবস্থা আপামর জেলাবাসীর। বাড়ির ভিতরে ফ্যান চললে কষ্ট কিছুটা কম। কিন্তু বাইরে গেলেই দাবদাহে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সঙ্গে নাকমুখ জ্বালা করিয়ে দেওয়ার মত গরম হাওয়া। চট করে যে পারদ নেমে স্বস্তি আসবে, আবহাওয়া দফতর তেমন কোনও ইঙ্গিত দিতে পারছে না। আশার কথা একটাই, এখনও পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতা সীমা ছাড়ায়নি।
আর এই অস্বস্তিকর পরিবেশে আজ সিউড়ি আদালতে আসা সমস্ত মানুষের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করলেন পাবলিক প্রসিকিউটর রঞ্জিত গাঙ্গুলি।
ছবি ও তথ্যঃ মহঃ সাবির আলী