Home » জেলার খবর » পাত্র-পাত্রী মূক ও বধির- যোগাযোগ ফেসবুক

পাত্র-পাত্রী মূক ও বধির- যোগাযোগ ফেসবুক

বাজনা বাজিয়ে বিয়ে করতে হাজির বর, চার হাত ছাদনা তলায়। কিন্তু এতে অভিনবত্বের কিছু নেই। কিন্তু এই বিয়েই অভিনবত্ব হয়ে ওঠে যখন বর ও কনে দুজনেই মূক ও বধির, পরিচয় তাও আবার ফেসবুকে। এমনই বিয়ে হল বীরভূমের আহমেদপুরে। পাত্রী তুলসি, বাড়ি আহমেদপুর ও পাত্র শুভেন্দু, বাড়ি ছত্রিশগড়। ফেসবুকেই তাদের বন্ধুত্বের শুরু , তারপর WhatsApp এর মাধ্যমে যোগাযোগ আরও গভীর হয়। এতদিন পর্যন্ত শুনেছিলেন ফেসবুক থেকে প্রতারণা ইত্যাদি নানা গল্পের কথা। কিন্তু এক্ষেত্রে দেখা গেল একেবারেই ভিন্ন ছবি। পাত্র ও পাত্রীর দুজনেরই পরিবারের পক্ষ থেকে জানানো হয় – তাদের ফেসবুকের মাধ্যমে পরিচয়ের কথা। দুজনের সম্পর্ক গড়ে ওঠার কথা। তারপর ধীরে ধীরে সেই পরিচয় থেকে আজ এই শুভবিবাহ। দুজনেই বেশ খুশি, পরিবারের লোকজনেরাও আনন্দে আত্মহারা।
[uam_ad id=”3726″]

Comments