Home » জেলার খবর » পুনরায় প্রশ্নের মুখে দাঁড়ালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

পুনরায় প্রশ্নের মুখে দাঁড়ালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

কোচবিহারের পর এবার বীরভূম। প্রশ্নের মুখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সিউড়ির বাসিন্দা আমিনা খাতুন ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।উচ্চ মাধ্যমিক ২০১৭ পরীক্ষায় চারটি বিষয়ে শূন্য পায়। উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ৮০% এর বেশি নম্বর পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শূন্য পাওয়া ,আমিনা ও তার বিদ্যালয়ের শিক্ষকদেরকে হতবাক করে তোলে।
ফলত রিভিউ-এর পথে গেলেও নম্বর না বাড়ায় R.T.I. করতে বাধ্য হয়। পরীক্ষার খাতা বাড়িতে এলে দেখা যায় নাম ও ক্রমিক নম্বর এক হলেও হাতের লেখা আমিনার নয়।এছাড়া ভেতরের পাতাগুলি সব ফাঁকা। ফলে হতাশায় আমিনা বিছানা নিয়েছে।
এই বিষয়ে ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানতে চাওয়া হলে তিনি বলেন ,”আমিনা যদি আইনের পথে যায় তবে বিদ্যালয় সব রকম তথ্যাদি দিয়ে সম্পূর্ণ সহযোগিতা করবে।
আমিনার বাবা মা চায় এই ব্যাপারে যদি মুখ্যমন্ত্রী নজর দেন তাহলে অসুস্থ মেয়েটি তার অনিশ্চিত শিক্ষাজীবনে আলোর দিশা পাবে।নইলে বাধ্য হয়ে আদালতের পথে পা বাড়াতে হবে।
ভিডিও প্রসেনজিৎ মালাকার

[uam_ad id=”3726″]

Comments