প্রাথমিক ও উচ্চ প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণদের প্রতি রইল অভিনন্দন ও অনুত্তীর্ণদের প্রতি সমবেদনা।
—কাবু মন্ডল
পরীক্ষাগুলো যে ঠিক কবে দিয়েছিল,
ভুলে গিয়েছিল প্রায় সব্বাই,
একদিনের মাস্টার স্ট্রোকে চারিদিকে হইচই, রেজাল্ট কী হল ভাই?
কেউ পঁচিশ ,কেউ বা পঁয়ত্রিশ বেকারত্ব বাড়ছিল প্রতিদিন,
রেজাল্ট না বেরোনোর দীর্ঘ প্রতীক্ষায় ,প্রত্যেকেই ছিল মলিন।
অল্পই আজ উত্তীর্ণ, অনুত্তীর্ণদের দলভারি,
বিজয়ীদের চোখে নতুন ভবিষ্যৎ,
পরাজিতদের অজুহাতের কথার বাহারি।
প্যানেল আগে থেকেই তৈরী, টাকা
দিয়ে চাকরি কেনা,
সেই চেনা অভিযোগের বুলি, যায় পরাজিতদের মুখে শোনা।
গতকাল পর্যন্ত যারা ছিল বন্ধু,বসে দিয়েছ আড্ডা একসাথে,
আজ তারাই সন্দেহের চোখে দেখে,
যাদের গলায় আজ বিজয়ীর মালা,
হতাশ হবে তাদের ঐসব কথা গায়ে মেখে।
কোন নেতাকে ধরলি?কত লাগলো টাকা?
আমাদের বাপের টাকা নেই এতো, তাই চাকরির ভবিষ্যৎ ফাঁকা।
শত শত কথার ইঁটবৃষ্টি হবে, এখন উত্তীর্ণদের মাথার উপর,
পাশ করেও এখন তুমি একা,
সব বন্ধু, বান্ধব, পাড়ার কাকুরা হবে পর।
আগামী দিন দিচ্ছে নতুন কর্মজীবনের হাতছানি,
ঈশ্বরের আশীর্বাদ থাকুক তোমাদের উপর,
শুভেচ্ছা ও অভিনন্দন রইল তোমাদের প্রতি,
আত্মবিশ্বাস রাখো নিজের উপর।