Home » জেলার ইতিহাস » পানুড়িয়া বিশ্রামতলা

পানুড়িয়া বিশ্রামতলা

 

পানুড়িয়া : কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাসধর্মে দীক্ষিত হওয়ার পরে চৈতন্যদেব এসেছিলেন রাঢ় বঙ্গে। পথ ক্লান্ত চৈতন্যদেব বিশ্রাম নিয়েছিলেন বীরভূমের  সিউড়ি ১ ব্লকের পানুরিয়া গ্রামের যুগ্ম নিম-তমাল গাছের নীচে । মহাপ্রভূর সাক্ষ্য বহনকারী শতাব্দী প্রাচীন সেই নিম-তমাল গাছ এখনও বর্তমান। নাম বিশ্রামতলা।

ছবি ও তথ্যঃ নিজস্ব

Comments