রাকেশ মন্ডল
বাড়ি চূড়োর, কৃষ্ণপুর, ভীমগড়।
অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে
এক মেধাবী ছাত্র।
বাবা ইট ভাটার দিনমজুর। তাহলেও রাকেশের পড়াশোনার খরচ জোগান তার মা।
একেবার দরজা জানলা না থাকা একটি বাড়ি। বাড়ির মেঝেতে শুধু ইট পাতা আর কিছু নেয়। বাড়িতে বিনোদনের জন্য দেখতে পেয়েছিলাম বহু আগেকার একটি টিভি। দারিদ্রতা এমন জায়গায় যে বাড়িতে বিপিএলের বিদ্যুৎ সংযোগ থাকলেও নেয় কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা।
রাকেশের মায়ের সাথে কথা বলার সময় লক্ষ্য করেছি ওর মায়ের চোখের জল।
এই বছর মাধ্যমিকে রাকেশ ৫৮২ পাওয়ার পর তার ইচ্ছা জাগে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনা করার। কিন্তু বাধা ছিল তার পারিবারিক অবস্থা। খবর পেয়ে আমরা ছুটে যায় তার বাড়িতে। সমস্ত কিছু দেখার পর আশ্বাস দি তার ইচ্ছাপূরন করার জন্য আমরা সকলে তার পাশে থাকবো। সাহায্য নয় পাশে থাকবো।
সেই লক্ষ্যকে আগে নিয়ে যেতে আজ আমরা রাকেশের হাতে তুলে দিলাম বিজ্ঞান বিভাগের সমস্ত পাঠ্যপুস্তক, ১২ টি খাতা, তার স্কুলে ভর্তির ফি।
আমাদের এই কর্মসূচিতে বা রাকেশের পাশে দাঁড়াতে যারা যারা সাহায্য করলেন—-
১) রনিতা চৌধুরী- পাঠ্যপুস্তক।
২) অঞ্জন সিং – খাতা।
৩) বিশ্বনাথ দে- ভর্তির ফি।
সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই গ্রুপের তরফ থেকে এবং আগামী দিনে আপনাদেরও এগিয়ে আসার আহ্বান জানায়।।