Home » কবিতা ও ছড়া » *** হই সবাই রক্তদাতা***

*** হই সবাই রক্তদাতা***

*** হই সবাই রক্তদাতা***

আমার,আপনার সবার,রক্তের রঙ লাল

জাত নষ্ট হওয়ার নেই সওয়াল,

দান করুন রক্ত জাত, ধর্ম ,নির্বিশেষে

মুমূর্ষু রোগী রক্ত পেয়ে বাঁচুক হেঁসে।

 

বছরে একবার করুন অবশ্যই রক্তদান,

সমাজের কাছে বাড়বে আপনার সম্মান

রক্তদানে শরীর নাকি হয় দুর্বল ?

বাজে কথা বলে যতসব ভীরুর দল।

 

একবার রক্তদানে বাঁচে অনেক জীবন,

এক সপ্তাহেই হয় দানের রক্তের ক্ষতিপূরণ,

রক্তদান করে, করি মানবতার কাজ

রক্তদাতা  হয়ে পান বিজয়ীর তাজ।

 

সৈনিকের তাজা রক্তে ,

বাঁচে দেশের সম্মান,

আমাদের রক্ত যদি দুঃসময়ে,

কাজে না লাগে, তবে হয় না কী,

আমাদের রক্তের অপমান?

 

আসুন করি রক্তদাতাদের জয়গান,

তাদের নিঃস্বার্থ দানে হয় জীবন দান।

 

কাবু মণ্ডল

14/06/2016

Comments