Home » জেলার খবর » বীরভূমে পৃথক পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৬, আহত ৯

বীরভূমে পৃথক পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৬, আহত ৯

জন্মদিন উদযাপন করতে গিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বন্ধু সহ এক যুবকের। ঘটনায় জখম আরও এক বন্ধু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাত্রে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার সাঁইথিয়া-মহম্মদ বাজার রাজ্য সড়কের পুরুষোত্তম পুরের কাছে। এছাড়া জেলা জুড়ে আরো কয়েকটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট ৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহম্মদ বাজারের বাইক ও টোটো দুর্ঘটনায় মৃতেরা সাঁইথিয়া থানার ভবানিপুরের বাসিন্দা উজ্বল শীল(২১) ও তার বন্ধু সুব্রত শীল(১৯)। টোটো যাত্রী যার বয়স আনুমানিক ৩৫ বছর নাম পরিচয় জানা যায়নি। ঘটনায় জখম হলেন উজ্বলের আর এক বন্ধু রাহুল শীল। ওই দিন উজ্বলের জন্মদিন ছিল। পেশায় সে ফার্নিচার ব্যবসায়ি। তার আরো দুই বন্ধুকে মোটর বাইকে নিয়ে ঘুরতে আসে। বাড়ি ফিরে যাওয়ার সময় সামনের দিক থেকে আসা টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের বাইকের। ঘটনায় সকলকে উদ্ধার করে নিয়ে সিউড়ির সুপার স্পেসালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হলে ওই তিন জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উজ্বলের দাদা আশিস শীল বলেন, ভাই তার বন্ধুদের নিয়ে জন্মদিন উপলক্ষে ঘুরতে গিয়েছিল। তার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে গেলো। অন্যদিকে অপর এক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। নাম ছোট্টু মাহারা(২৩)। বাড়ি সিউড়ি শহরের বারুই পাড়ায়। বৃহস্পতিবার সে মোটর বাইক নিয়ে সদাইপুর গিয়েছিল। বিকালে বাড়ি ফেরার পথে ৬০ নম্বর জাতীয় সড়কে সদাইপুরে একটি লড়ির সাইডে তার বাইক লেগে যায়। ঘটনার পর সে ছিটকে পড়লে অন্য লড়ি তাকে পিষে দেয়। অন্য দুর্ঘটনা মৃত্যু হল সিউড়ি থানার পুরন্দরপুরের বাসিন্দা দীনেশ দাসের(২৫)। ওই দিন বিকেলে সে শান্তিনিকেতন থেকে বসন্ত উৎসব দেখে বাড়ি ফিরছিল। বোলপুর সিউড়ি রাজ্য সড়কের পাঁড়ুই থানার শাকবাড়ি এলাকায় মোটর বাইকটি পিছলে পড়ে যায়। মাথায়া ধাক্কা লেগে তার মৃত্যু হয়। এছাড়া ময়ূরেশ্বরে রাস্তা পেরোতে গিয়ে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক শিশু কন্যার। পমি হাজরা(৩)। বাড়ি ময়ুরেশ্বরে।

তথ্য কৌশিক সালুই

Comments