ক্যানেলের জলের প্লাবনে ভেঙ্গে যাওয়া জাতীয় সড়কের মেরামতির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রবিবার গভীর রাতে বীরভূমের রানীগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের সিউড়ির কাছে পানুরিয়ার চন্দ্রভাগা সেতু সংলগ্ন এলাকায় জলের তোড়ে ভেঙ্গে যায়। ওই দিন থেকেই কার্যত যান চলাচল বন্ধ জাতীয় সড়কে। বিভিন্ন গাড়ি ঘুর পথে চলাচল করছে। রবিবার ঘটনার পর ময়ূরাক্ষী দক্ষিণ ক্যনেলে জল ছাড়া বন্ধ করে দেওয়া হয় ও জলের পরিমান কমে যাওয়ার পর জাতীয় সড়ক কর্তৃ পক্ষ ও সেচ দফতর দ্রুত ক্ষতি গ্রস্থ স্থানে মেরামতির কাজ শুরু করে। বালির বস্তা দিয়ে ক্যানেলের ভাঙ্গা অংশে বাঁধ দেওয়া হয়েছে এর সঙ্গে ভেঙ্গে যাওয়া জাতীয় সড়কে মেরামতির কাজ শুরু করা হয়েছে। বোল্ডার, চিপস ,ডাস্ট দিয়ে ভাঙ্গা অংশে ভরাট করা হচ্ছে। আগামি দুই এক দিনের মধ্যেই মেরামতির কাজ সম্পুর্ন হয়ে যাবে বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে। বহু দূর পাল্লার লড়ি জাতীয় সড়কের দুই দিকে দাঁড়িয়ে আছে। লোকাল গাড়ি ও লোকাল বাস ঘুর পথে জাতায়ত করছে। বীরভূম জেলা শাসক পি মোহণ গান্ধী বলেন, দ্রুত তাঁর সঙ্গে মেরামতির কাজ করা হচ্ছে। আগামি এক দিনের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আসা করা যাচ্ছে।
তথ্যঃ কৌশিক সালুই
ভিডিও জীবন চক্রবর্তী
[uam_ad id=”3726″]