গ্রিন সিটি তৈরির কাজও ইতিমধ্যেই শুরু গিয়েছে রামপুরহাটে।
কী কী করা হবে গ্রিন সিটি প্রকল্পে ?
এই প্রকল্পে
১- শহরের রাস্তার দু’ধারে যেখানেই জায়গা পাওয়া যাবে সেখানেই গাছ লাগানো হবে।
২- শহরের মধ্যে জলাশয়গুলি সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা হবে।
৩- গাছ লাগানো হবে পুকুর পাড় ও রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
৪- “সিংজি” বাগান পুকুর সংস্কার করা হবে, সেখানে বিনোদন পার্ক গড়ে তোলা হবে।
৫- এছাড়া শহরের প্রতিটি জলাশয়ের চারিদিকে সৌন্দর্যায়ন করা হবে।
৬-শহরের রাস্তার ধারে তিন হাজার LED আলো লাগানো হবে।
এই প্রকল্পের প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছে ৬০ লাখ টাকা।
খবর সংগৃহিত।