রাজনগরে তৃনমূল কর্মী খুনে প্রধান অভিযুক্ত সামিউল আক্তার ওরফে মিলন-কে গ্রেপ্তার করলো পুলিশ। প্রসঙ্গগতঃ বীরভূমের রাজনগরের আলিগড় ল্যাম্পসের নির্ব্বাচন ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে রাজারকেন্দ গ্রাম। সংঘর্ষ বাঁধে তৃনমূলের সঙ্গে বিরোধীদের। তৃনমূলের অভিযোগ বিজেপি, সিপিএম ও নকশালরা জোট করে তৃনমূল কর্মীদের ওপর বোমা, তির-ধনুক, বন্দুক নিয়ে হামলা করে। সে সময়ই বিরোধীদের ছোঁড়া গুলিতে বলরাম মন্ডল নামে এক তৃনমূল কর্মী খুন হয়। আহত হয় আরও কয়েকজন। তৃনমূলের আরও অভিযোগ সমস্ত ঘটনা ঘটে সামিউল আক্তার ওরফে মিলন নামে এক প্রাক্তন নকশাল নেতার নেতৃত্বে। যে সম্প্রতি বিজেপিতে যোগ দেয়। এই ঘটনার জেরে বিরোধীপক্ষের ৩২ জনের নামে FIR করা হয় তৃনমূলের পক্ষ থেকে। পুলিশ সুত্রে খবর মঙ্গলবার গোপন সুত্রে খবর পেয়ে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে সামিউল আক্তারকে গ্রেফতার করে রাজনগর থানার পুলিশ। এই নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করলো পুলিশ। বাকিরা এখনো পলাতক। বুধবার সামিউলকে সিউড়ি আদালতে তোলা হবে।
ছবি ও তথ্য- খান আরশাদ, রাজনগর, বীরভূম।
[uam_ad id=”3726″]