Home » জেলার খবর » রামপুরহাটে ৭০ জন বস্তিবাসী পেল পাকা বাড়ি

রামপুরহাটে ৭০ জন বস্তিবাসী পেল পাকা বাড়ি

বীরভূমের রামপুরহাটে ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে একটি জনসভায় যোগ দিতে এসে রামপুরহাট পুরসভার ধূলাডাঙায় রাস্তায় কিছু বস্তিবাসীদের সমস্যা বুজতে পেরে নিজেই গাড়ি থেকে নেমে যান ও কথা বলেন। দুর্দশা মেটাতে পাকা ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের রামপুরহাট পুরসভার ধূলাডাঙায় প্রথম ধাপে গতকাল ৭০ জনকে ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দিলেন রাজ্যের মন্ত্রী আশিস ব্যানার্জী। বাকিদের দ্রুত ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হবে বস্তিবাসীদের হাতে। খুশির হাওয়া বস্তিবাসীদের।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments