কিন্তু এই মহাবিদ্যা শেষমেষ কাজে এলো না। ধরা পড়ে গেল সেই মহা চোর।
ঘটনাটি বীরভূমের রামপুরহাটের। প্রথমবারে চুরি গেছিল প্রায় দু লক্ষ টাকা মূল্যের সোনার আংটি। তখন ঘটনার সাথে জড়িত ছিল তিন জনের একটি দল। সে ঘটনা প্রায় তিন চার মাস আগের রামপুরহাটের ৫ নং ওয়ার্ডের হাটতলা পাড়ার একটি সোনার দোকানের। খরিদ্দার সেজে চুরি করার সে ঘটনা টেরই পায়নি দোকানের মালিক। পরে সিসিটিভি ক্যামেরায় চুরির বিষয় চোখে পড়ে। কিন্তু কিছু করারও নেই, চোর তো চুরি করে বেরিয়ে গেছে। এখন সিসিটিভি তো আর চোরকে ধরতে পারবে না, পারবে কেবল তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করতে। তাই তখন ছিল তারা মহা চোর।
কিন্ত বার বার কি আর একই ভুল করে দোকানের মালিকরা। তাও আবার একই শহরে। খুব সচেতন ভাবেই সোনার দোকানের মালিকরা তাদের কারবার চালাতে শুরু করেন তারপর থেকে।
আর আজ সেই সচেতন ভাবে কারবার করার ফল পাওয়া গেল হাতেনাতে। মহাবিদ্যা চুরির লোভ সামলাতে না পেরে দ্বিতীয়বারের জন্য চুরি করতে এসে একবারে হাতেনাতে পড়লো ধরা সেই মহা চোরেরা। গতি খারাপ দেখে চম্পট দেয় দুজন। আর থেকে যাওয়া একজনের হেস্তনেস্ত অবস্থা করে স্থানীয়রা। গণ ধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় চোরকে। পুলিশের অনুমান এই চক্রটি ভিন রাজ্যের। চোরকে ধরার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।