Home » জেলার খবর » প্রতিবন্ধী নাবালিকা ধর্ষণকান্ড-গ্রেফতার অভিযুক্ত

প্রতিবন্ধী নাবালিকা ধর্ষণকান্ড-গ্রেফতার অভিযুক্ত

প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। ঘটনাটি ঘটেছে বীরভুমের সিউড়ি থানার কড়িধ্যার কালিপুর এলাকায়। ধৃতকে শুক্রবার সিউড়ির পক্সো আদালতে তোলা হলে বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় নির্যাতিতার গোপন জবানবন্দী গৃহিত হয়েছে আদালতে।
ঘটনায় অভিযুক্ত ধৃত গনেশ দাস। গত বৃহস্পতিবার সিউড়ি লাগোয়া কালিপুর গ্রামের বাসিন্দা বছর বারোর এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগ দায়ের হয় সিউড়ি থানায়। মেয়েটির বাবার করার অভিযোগের ভীত্তিতে পুলিস গ্রেপ্তার করে একই গ্রামের বাসিন্দা মধ্যবয়সীর গণেশ দাসকে। জানা গেছে বারো বছরের প্রতিবন্ধী মেয়েটি অধিকাংশ সময় বাড়িতে একাই থাকে। তার বাবা-মা দুজনেই দিনভর বাড়ির বাইরে থাকেন দিনমজুরীর কাজে। গ্রামের মোড়ের মাথায় তেলেভাজা দোকান করে গনেশ। সে প্রায়ই তেলেভাজা হাতে দিত মেয়েটির। মেয়েটির মাসি সোমা ভট্টাচার্যের অভিযোগ, তেলেভাজা দেবে বলে গণেশ প্রায় সময় ডাকতো মেয়েটিকে। গত তিনদিন আগে তেলেভাজা দেবার টোপ দিয়ে পয়সার লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে ঢুকে আমার মেয়ের গায়ে হাত দেয়। পরে আবার নিজের বাড়ি ফাঁকা থাকার সুযোগে সেখানে নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষন করে। মেয়ের বাড়িতে সব কথা জানালেও চক্ষুলজ্জার ভয়ে বাড়ির লোকজন কাউকে কিছু জানায় নি। পরে প্রতিবেশীদের দু একজনকে জানালে তারা সাহস দেয়। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। আমরা চাই ওই গণেশ দাসের উপযুক্ত শাস্তি হোক। অপরদিকে এদিন সিউড়ি আদালতে দাঁড়িয়ে ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন প্রতবিন্ধী সম্মিলনীর নেতা বদরুদ্দোজা সেখ বলেন, ‘‘অত্যন্ত পাশবিক ঘটনা। এমন এক প্রতিবন্ধী মেয়েকে তার বাবার বয়সী লোকের হাতে লাঞ্ছিত হতে হয়েছে। সিউড়ি আদালতের সরকারি আইনজীবি সামিদুল ইসলাম বলেন, ‘‘নাবালিকাকে ধর্ষনে ঘটনায় ধৃতকে এদিন পকসো আদালতে তোলা হয়েছিল। ধৃতের চোদ্দ দিনের জেল হেপাজত হয়েছে।’’
তথ্যঃ কৌশিক সালুই

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments