Home » অন্যান্য » রিও অলিম্পিকে পদক জয়

রিও অলিম্পিকে পদক জয়

সকাল সকাল অনেকে এখনো অনেকে ঘুম থেকেই উঠেন নি, তার মাঝেই একটা সুখবর , সুখবর বললেও ভুল হবে ‘ দারুন খবর’।

সাবাস সাক্ষী।63569-pq
সকাল সকালই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন রিওতে ভারতের খরা কাটানো পদকজয়ী সাক্ষী মালিক।’সাবাস, সাক্ষী, সাবাস সাক্ষী’
চলতি অলিম্পিকে একটা মেডেলের জন্য আসমুদ্র হিমাচল হাহাকার শেষ। কুস্তিতে ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ নিয়ে এলেন হরিয়ানার তরুণী সাক্ষী মালিক। অবশেষে অলিম্পিকের দ্বাদশতম দিনে শেষ হল ১২০ কোটির দেশের পদক খরা।
বুধবার একদিনেই শুরু হয়ে শেষ হয় ৫৮ কেজি বিভাগের মহিলা কুস্তি। পাঁচ পাঁচজন একইরকম দৃঢ়প্রতিজ্ঞ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নাছোড় লড়াইয়ের পর দেশবাসীর মুখে হাসি ফোটাতে সক্ষম হলেন সাক্ষী।

জয়ের পর সাক্ষী মালিক-

India's Sakshi Malik reacts after winning bronze against Kyrgyzstan's Aisuluu Tynybekova in the the 2016 Summer Olympics in Rio de Janeiro, Brazil, Wednesday, Aug. 17, 2016. (AP Photo/Markus Schreiber)

 

রাষ্ট্রপতির টুইট

Untitled

ছবি এবং খবর সংগৃহীত ।

From – 24 ghanta & ABP ananda

Comments