রামপুরহাট : ছাত্র শিক্ষক সম্পর্ক যে এখনও তার মাধুর্য হারিয়ে ফেলেনি বরং ছাত্রপ্রীতি যে কোনো অংশেই অপত্য স্নেহের চেয়ে কম নয় তা আরো একবার প্রমান করলেন রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের প্রধান শিক্ষক গৌর চন্দ্র ঘোষ।বিগত ২১ বছর নিষ্ঠার সাথে প্রধান শিক্ষকতা করে অবসর নেবেন আগামী ৩১ মার্চ। কিন্তু স্কুলের যে পরিকাঠামোগত উন্নয়ন তথা শিক্ষার মানোন্নয়নের ধারা তাঁর হাত ধরে শুরু হয়েছে তা অক্ষুন্ন রাখতে বিদ্যালয় কে দান করলেন ৫০ হাজার টাকা। গত বুধবার স্কুলের ৬১ তম প্রতিষ্ঠা দিবস তথা বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই অর্থ তিনি তুলে দেন স্কুল কর্তৃপক্ষের হাতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি, রামপুরহাটের মহকুমাশাসক, সহকারী স্কুল পরিদর্শক ও অন্যান্য বিশিষ্ট জন। এই ছাত্র দরদী শিক্ষক কে বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
ছবি :- অঞ্জন দাস