রাজনগর ২০ জুনঃ- বীরভূমের রাজনগরের ল্যম্পসের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে তৃনমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেফতার সিপিএমের নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রাক্তন মাওবাদী নেতা সহ আরো দুই জন। ধৃতদের মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হয়। এদিকে ওই পরিচালন সমিতির নির্বাচনে বাম পন্থীদের কাছ থেকে ছিনিয়ে নিল।
আদালত সুত্রে জানা গিয়েছে তৃনমূল কংগ্রেস কর্মী বলরাম মন্ডল খুনের ঘটনায় ধৃতেরা হলেন দেবীশ্বর পাওরিয়া তিনি রাজনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও বীরভূম জেলা আদিবাসী শিল্পী সংঘ সংগঠনের জেলা সম্পাদক,কুরুলমেটে গ্রামের প্রাক্তন মাওবাদী নেতা রাজেশ হাঁসদা, সিপিএম কর্মী আব্দুল জব্বর খান এবং মঞ্জুর মিয়াঁ। প্রথম তিন জনের তিন দিনের পুলিসি হেফাজত ও শেষ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন সিউড়ি আদালতের বিচারক রীনা তালুকদার। তৃনমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় রাজনগর থানায় সোমবার ৩২ জনের বিরুদ্ধে অভিজোগ দায়ের করেন ঘটনার প্রত্যক্ষদর্শী তার সহ কর্মী ব্লক যুব সভাপতি রানা প্রতাপ রায় অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনার মূল অভিযুক্ত সমিউল আফতাব ওরফে মিলন শেখ সেখ এখনো পলাতক। ওই নির্বাচনে ৬৮ টি সিটের মধ্যে তৃনমূল সমর্থিত প্রার্থীরা ৫১ সিটে জয়লাভ করেছেন বিরোধীরা পেয়েছে ১৭ টি সিটে।
সিউড়ি আদালতের সরকারী আইনজীবি কেশব দেওয়াশী বলেন, খুনের ঘটনায় ধৃতদের এদিন আদালতে তোলা হলে বিচারক দেবীশ্বর পাওরিয়া,রাজেশ হাসদা ও আব্দুর জব্বর খানের ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন ও শারীরিক অসুস্থ মঞ্জুর মিয়ার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]