Home » জেলার খবর » অস্ত্র ছাড়াই রামনবমী শোভাযাত্রা

অস্ত্র ছাড়াই রামনবমী শোভাযাত্রা

রামনবমীর শোভাযাত্রা নিয়ে চারিদিকে যখন চলছিল উত্তপ্ত পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের তরজা ছিল তুঙ্গে ঠিক তখনই ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল বীরভূমে। গতবারের মতো পরিস্থিতি সৃষ্টি না হয় তা ছিল প্রশাসনের কাছে কার্যতঃ চ্যালেঞ্জের। কিন্তু বীরভূমের সুসংহত নাগরিকই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে প্রশাসনের কড়া পদক্ষেপ নয় আসলে তাঁরাই কবিগুরুর জেলায় শান্তি ও সম্প্রীতির বার্তার প্রধান বাহক।

যেমন মহরম করে দেখিয়েছিল বিনা অস্ত্রেই, তেমনই এবার রামনবমীও হলো একেবারে অস্ত্র ছাড়াই। শোভাযাত্রায় পায়ে পা মেলাতে দেখা গেল ঘরের মেয়েদের থেকে বয়স্কদেরও। হাজার হাজার মানুষের সমাগম ছিল শোভাযাত্রার মূল আকর্ষণ।

আর তাই বীরভূমের রাম রহিম একসাথে মজে গেল রামনবমী পালন ও দাতাবাবার মাজারে চাদর চড়ানোতে। কে রাম আর কে রহিম বলা মুশকিল । কেননা রামপুরহাটের সিরাজ একদিকে যেমন রামনবমীর শোভাযাত্রার জন্য পতাকার পসরা সাজিয়ে বিক্রিতে ব্যস্ত ঠিক অপরদিকে যে কড়িধ্যা অস্ত্রমিছিল করে গতবছর খবরের শিরোনামে এসেছিল ,আজ তারাই সুসজ্জিত অস্ত্রছাড়া মিছিল করলো।
প্রাসনিক সহযোগিতাও ছিল চোখে পড়ার মত। শোভাযাত্রায় কোনো ব্যাঘাত অথবা দাতা সাহেবের কাছে আগত পূর্নার্থীদের যেন কোনোরকম অসুবিধা না হয় সেদিকে ছিল কড়া নজর। ন্যাশনাল হাইওয়ে থেকে সমস্ত রকম গাড়ির পথ অন্য একটি রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়।
তথ্যঃ গৌড় চক্রবর্তী

Comments