রোগী সুস্থ্য হয়নি , অথচ রোগীকে সুস্থ্য ঘোষনা করে ছুটি দিয়ে দেয় দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক । চিকিৎসকের অবহেলা এবং গাফিলতির কারনে মৃত্য হলো রোগীর। এই অভিযোগে হাসপাতালের সুপারের কাছে চিকিৎসকের নামে লিখিত অভিযোগ জানালো রোগীর পরিবার। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট জেলা হাসপাতালে।এদিন ওই চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা । গত ১১ সেপ্টেম্বর পেট সহ বেশ কয়েকটি সমস্যা নিয়ে রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি হন ষাট বছর বয়সী কাজল মন্ডল । তার পরিবারের অভিযোগ সুস্থ নাহলেও পরদিন চিকিৎসক বঙ্কু দত্ত রোগীকে ছুটি দিয়ে দেন । এরপর আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হওয়ায় পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
[uam_ad id=”3726″]