রামপুরহাট : গত ২৪ শে জুলাই রামপুরহাটে উদ্ধার হয় এক ব্যবসায়ীর মৃতদেহ। সেখান উদ্ধার হয় দু-দুটি সুইসাইড নোট, আর তাকে ঘিরেই রহস্য দানা বেঁধেছে।
পরিবারের দাবি, GST এর চাপেই নাকি পিনাকী দত্ত নামে ওই ব্যবসায়ী কীটনাশক খেয়ে সুইসাইড করেছেন। ওই সুইসাইড নোট দুটিই মৃত ব্যবসায়ীর হাতে লেখা। তাঁর পকেট থেকে উদ্ধার হওয়া চিরকুটের লেখা দেখে পুলিশ জানতে পেরেছে মৃত্যুর কারণ GST। নতুন চালু হওয়া এই কর ব্যবস্থার জন্যই নাকি তাঁর ব্যবসা অচল হয়ে যাচ্ছিল।
যদিও বিষয়টি অস্বীকার করা হয়েছে রামপুরহাট থানার তরফে। উলটে তারা বলছে, পিনাকীবাবুর পকেট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে, সূত্রের খবর ওই নোটদুটি পুলিশ জেরক্স করে রেখেছে।
মৃত ব্যবসায়ীর শ্যালক দিলীপ বড়াল বলেন, “পুলিশ দোকানের টেবিল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁর পকেট থেকে আরও একটি সুইসাইড নোট উদ্ধার হয়। আসলে ব্যবসায় প্রচুর টাকা বকেয়া হয়ে গিয়েছিল। এই কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন জামাইবাবু। এছাড়া GST-র ধাক্কা তো আছেই।”
বীরভূমের পুলিশ সুপার সুধীর কুমার নীলকান্তম বলেন, “পিনাকীবাবুর মৃত্যুর ঘটনায় হোয়াটসঅ্যাপ থেকে কোনও অভিযোগ নেওয়া হয়নি। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এতে যদি অন্য কিছু উঠে আসে তাহলে আইন মোতাবেকই তার ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে আবার এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানুত্তরও দেখা দিয়েছে।
তথ্যঃ ইনাডু বাংলা
[uam_ad id=”3726″]