Home » জেলার খবর » স্কুল ছাত্রের মৃত্যু ঘটনায় উত্তাল হল এলাকা

স্কুল ছাত্রের মৃত্যু ঘটনায় উত্তাল হল এলাকা

স্কুল থেকে বেড়িয়ে শৌচকর্ম করতে গিয়ে ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু ঘটনায় উত্তাল হল এলাকা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বীরভূমের সিউড়ি থানার বাঁশরা গ্রামে। উত্তেজিত অভিভাবকেরা স্কুলের শিক্ষকদের স্কুলে বন্দী করে শারীরিক হেনস্থা করে। এর সঙ্গে ওই শিক্ষকদের দুটি মোটর বাইক সহ স্কুলে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রাস্তায় মৃতদেহ ফেলে কয়েক ঘণ্টা ধরে চলে অবরোধ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে মৃতদেহ ও শিক্ষকদের উদ্ধার করে। ঘাতক ডাম্পার টিকে আটক করেছে পুলিশ পলাতক চালক ও খালাসি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত স্কুল ছাত্র হল শেখ রিয়াজ উদ্দীন(৬)। বাড়ি দমদমা গ্রাম পঞ্চায়েতের বাঁশরা গ্রামেই। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে পড়াশোনা করতো। এদিন বেলা ১২ তার পর সে স্কুল থেকে শৌচ কর্ম করতে স্কুলের বাইরে যেতেই কিছু দূরে সাইথিয়া পুরন্দরপুর রাস্তার উপর একটি ডাম্পার ওই স্কুল ছাত্রটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পর পরিবার সহ অন্যান্য অভিভাবকেরা স্কুল থেকে কেনো বাচ্চাটি বাইরে বেরিয়ে গেলো সেই প্রশ্ন করেন প্রধান শিক্ষক শেখ মাসরুল কে। পাশাপাশি অন্যান্য পড়ুয়ারা জানায় রিয়াজ শৌচকর্ম করতে স্কুলের বাইরে যাচ্ছিল। ছাত্রদের অভিযোগ স্কুলে শৌচালয় থাকলেও সেগুলো তাঁদের কে ব্যবহার করতে দিতো না স্কুলের শিক্ষক রা। তাই বাধ্য হয়ে তারা স্কুলের বাইরে শৌচকর্ম করতে যেতো। আর এটা যদি না হতো তাহলে স্কুলের বাইরে যাওয়ার কোন ব্যাপার থাকতো না এবং দুর্ঘটনা এড়ানো যেতো। আর এতেই ক্ষিপ্ত হয়ে অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষক উদয় মন্ডল কে ক্লাস রুমের মধ্যে আটকে রেখে শারীরিক হেনস্থা করে এর সঙ্গে ওই দুই জনের মোটর বাইক ও স্কুলের আসবাব পত্র ভাঙচুর করা হয়। পরে সিউড়ি থানার বিশাল পুলিশ গিয়ে শিক্ষকদের উদ্ধার করেন ও মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠায়। রিয়াজের বাবা মহঃ জমির উদ্দীন জানান, ছেলেকে যদি স্কুলের বাইরে শৌচকর্ম করতে স্কুলের বাইরে বেরোতে না হত তাহলে এই ঘটনা ঘটতো না। শিক্ষকদের গাফিলতিতেই আমার ছেলের প্রান চলে গেলো। অথচ স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য সরকার শৌচাগার করে দিচ্ছে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments