Home » জেলার খবর » সাঁইথিয়া সমস্যা

সাঁইথিয়া সমস্যা

সাঁইথিয়া।। আমার শহর, আপনার শহর, আমাদের শহর। ট্রাফিকজ্যাম এর শহর। PicsArt_09-12-11.29.41
বীরভূম এর এই ব্যবসায়ীক শহর দিন দিন অসহ্য ট্রাফিকজ্যাম এর যন্ত্রণাতে ভুগছে। এক এক সময় ইউনিয়নবোর্ড থেকে হাইস্কুল পৌছাতে ৩০ মি: সময় লেগে যাচ্ছে। মানুষের মধ্যে বিরক্তি ভাব, ধৈর্যচ্যুতি প্রকাশ পাচ্ছে ফল স্বরুপ খুব ছোট খাট কারনে পথচলতি মানুষ হিংসাই জড়িয়ে পড়ছে। তার উপর ধুল বালি এর সাথে অসহ্য গরম। গোদের উপর বিষফোঁড়া টোটো, মটর ভ্যান।PicsArt_09-12-11.30.07 এরা কোনও ট্রাফিক রুল এর তোয়াক্কা করে না। যার ফলে অহেতুক জ্যাম। ফুটপাথ বলে কোন পথ নেই। গায়ের জোরে ফুটপাথ দখল, ফলে রাস্তা ক্রমশ ছোট হচ্ছে তাই পথ চলতি মানুষ ও থমকে যাচ্ছে। কোনও বাইপাশ না থাকাই বড় বড় গাড়ি শহরের মধ্যে প্রবেশ করছে। শহর পাড়াপাড়ের প্রধান দুটি বাধা ময়ূরাক্ষী নদী, আর রেল পথ। রেল ব্রিজ টি অত্যন্ত ছোট হওয়াই সর্বাধিক জ্যাম ওখানেই। ময়ূরাক্ষী নদীর উপর নতুন ব্রীজ আর নতুন নেই। খুবই করুন, রুগ্ন দশা ও বিপদশঙ্কুল। সেদিন তো দেখলাম ব্রীজ এর মাঝে সংযুক্তি ফাটল গুলিতে আদলা ইট ও লোহার পাতি দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করে আরও বিপদ বাড়িয়ে দিয়েছে। এর ফলে নতুন ব্রীজ accident prone place হয়ে উঠেছে। PicsArt_09-12-11.30.41
এই পোষ্ট টি লেখার উদ্দেশ্য #সংশ্লিষ্ট_কর্তিপক্ষের_দৃষ্টি_আর্কষণ করা। একজন শহরবাসি হিসাবে চরম অসুবিধের কথা গুলি লিখলাম। আশা করি উক্ত যন্ত্রনা ও কষ্টের হাত থেকে শহরবাসিকে মুক্তি দেওয়ার সুব্যবস্থা করিবেন।

Prasanta Aditya
Sainthia, Birbhum

Comments