Home » জেলার খবর » ৯৬তম শ্রীনিকেতন বার্ষিক উৎসব

৯৬তম শ্রীনিকেতন বার্ষিক উৎসব

৯৬তম শ্রীনিকেতন বার্ষিক উৎসব শুরু হলো মঙ্গলবার সকালে বৈতালিকের মধ্য দিয়ে। সকাল থেকে চলে শান্তিনিকেতনে শ্রীনিকেতনের ছাত্রছাত্রীদের গান, নৃত্য, কবিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে শিল্প সদন ও শিক্ষাচর্যা উপর বিভাগীয় প্রতিবেদন। শ্রীনিকেতন বার্ষিক উৎসবকে কেন্দ্র করে থাকছে প্রদর্শনী, বিভিন্ন ধরনের হাতের কাজের স্টল, বাউল,সুফি, রায়বেশে সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্টান। তিনদিনের বার্ষিক উৎসবের শেষ দিন বৃহস্পতিবার। এই উৎসবকে কেন্দ্র করে শ্রীনিকেতনেও মেলার রূপ নেয়। এই সময় শান্তিনিকেতন ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ ভিড় জমান এই শ্রীনিকেতনের বার্ষিক উৎসবে।
ভিডিও ও তথ্যঃ প্রসেনজিৎ মালাকার

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments