বীরভূমের হাজারো অজানা ঐতিহ্যের ভিড়ে এক নতুন সংযোজন সিউড়ী লম্বোদর পুরের সাধু বাড়ির সরস্বতী পুজো। হেতম পুর রাজবাড়ীর গমোস্তা ছিলেন এই বংশের কোনো এক পূর্ব পুরুষ।তাঁরই চেষ্টায় আজ থেকে শতাধিক বছর আগে এই পুজোর সূত্রপাত।
এই পুজোর বৈশিষ্ট্য হলো এখানে দেবী সরস্বতীর সাথেই দেবী লক্ষ্মী, জয়া, বিজয়া ও ভগবতী ও পূজিতা হন। দুই দিন ধরে চলে এই পূজা।
সাধু বাড়ির বর্তমান প্রজন্ম এখনো নিষ্ঠার সাথে এই পুজোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন।
একই ধরনের পূজার সন্ধান পাওয়া বীরভূমের আরও কিছু অঞ্চলে , যেমন রাজনগর, কড়িধ্যা, খয়রাকুড়ি , লাউবেড়িয়া ইত্যাদি।
PHOTO BY
KESHABASHIS SADH . Raja