Home » জেলার খবর » গুরু পুর্নিমা তিথিকে শিল্পী সম্মাননা দিবস হিসাবে পালন করলো সংস্কার ভারতীর

গুরু পুর্নিমা তিথিকে শিল্পী সম্মাননা দিবস হিসাবে পালন করলো সংস্কার ভারতীর

বীরভূম, ৮ জুলাইঃ- গুরু পুর্নিমা তিথিকে শিল্পী সম্মাননা দিবস হিসাবে পালন করলো সংস্কার ভারতীর সিউড়ি শাখা। শনিবার বিকেলে সিউড়ি শহরের শিক্ষক ভবনে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সংস্কৃতির আদিগুরু নটরাজ বন্দনায় অংশগ্রহন করেন সংস্থার শিল্পীরা। পাশাপাশি সংগীত, নৃত্য ও কবিতা পরিবেশন হয়।
সংস্থা সুত্রে জানা গিয়েছে এবছর নাট্য ব্যাক্তিত্ব সনৎ গোস্বামীকে পুরস্কৃত করা হয়। তার হাতে মানপত্র,পুস্পস্তবক, ফল মিষ্টান্ন তুলে দেন সংস্থার নেত্রী তথা লোক সংগীত সম্রাজ্ঞী স্বপ্না চক্রবর্তী। বিগত ১১ বছর ধরে চলে আসছে এই পুরস্কারের অনুষ্ঠান। যে সমস্ত শিল্পীরা সুনামের সঙ্গে কাজ করে আসছেন তাঁদেরকে পুরস্কৃত করা হয়ে আসছে।

তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments