Home » জেলার খবর » অন্য মেজাজে সিউড়ি সংশোধনাগার

অন্য মেজাজে সিউড়ি সংশোধনাগার

২৬ শে জানুয়ারি, আমাদের প্রজাতন্ত্র দিবস। তা সংশোধনাগারের ভিতরে থাকা মানুষগুলো কেন বাদ যাবেন এমন দিনগুলো পালন থেকে বঞ্চিত হয়ে! সেই ভেবেই সারাবছরই সিউড়ি সংশোধনাগার কর্তৃপক্ষ এমন সুন্দর দিনগুলিতে আয়োজন করে থাকেন সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন মানুষগুলিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের।
প্রজাতন্ত্র দিবসও বাদ গেল না, নাটক, গান, নাচ, বাউল ইত্যাদির মাধ্যমে দিনটিতে খুশি আনতে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। যেখানে লাভপুর সংস্কৃতি বাহিনীর নাটক ‘নজর’ ছিল অন্যতম। এই নাটক সমাজের কুসংস্কার ও অন্যান্য পাশবিক চিত্রগুলি তুলে ধরে সাজাপ্রাপ্ত বা বিভিন্ন কুকর্মে বিচারাধীন সংশোধনাগারে থাকা মানুষদের মধ্যে চেতনা ফেরানোর প্রয়াস।
জাতীয় সঙ্গীত , দেশাত্মবোধক গানে মেতে উঠলেন বিচারাধীন অথবা সাজাপ্রাপ্ত মহিলারা। বাউলের স্বাদ দিতে ছিল বাউলগান।
শুধু প্রজাতন্ত্র দিবসেই নয় স্বামীজীর জন্মদিনেও এবছর ছিল ভলিবল প্রতিযোগিতা, যার বিজয়ীদের পুরস্কৃত করা হল ২৬শে জানুয়ারি।
এত সুন্দর সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাঁরা প্রতিনিয়তই অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন তাঁদের মধ্যে অবশ্যই অন্যতম জেলার এবং সুপেরিনটেন্ড ইন চার্জ অফ সিউড়ি কারেকশনাল হোম আবদুল্লা কামাল, এসডিও সদর কৌশিক সিনহা ও লাভপুর সংস্কৃতি বাহিনীর উজ্জ্বল মুখোপাধ্যায়।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments