Home » জেলার খবর » ফের বীরভূমে উত্তপ্ত বালিরঘাট

ফের বীরভূমে উত্তপ্ত বালিরঘাট

ফের বীরভূমে উত্তপ্ত বালিরঘাট। দুই গোষ্ঠির গুলির লড়াইয়ে জখম হয়েছে এক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার নারায়নপুর গ্রামের বাগান পাড়া ও হাটতলা পাড়া এলাকায়। এদিন স্থানীয় গ্রামবাসীদের তরফে অভিযোগ, ওই এলাকার বিভিন্ন বালিঘাট থেকে বেআইনি ভাবে চাঁদা আদায় করে বেশ কিছু গোষ্ঠি। সেই সব গোষ্ঠির লোকেরা কেন এবং কাদের মদতে সেখানে বেআইনি ভাবে চাঁদা আদায় করে বালি ঘাটের বালির গাড়ি থেকে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যারা বেআইনি ভাবে চাঁদা আদায় করে তারা আর যাই হোক না করেন শাসক দলের মদত পুষ্ট। এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়নপুরের বাগানপাড়া এবং হাটতলা পাড়া এলাকার দুই গোষ্ঠির মধ্যে বৃহস্পতিবার বিকালে চাঁদা আদায়কে কেন্দ্র করেই বেধে যায় সংঘর্ষ। দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক বোমা ও গুলির লড়াই। এদিকে সংঘর্ষের সময় কাজ সেরে রাস্তা দিয়ে পড়িয়ে যাওয়ার সময় একটি গুলি লাগে জহিরুল মোল্লা নামে এক ব্যক্তির পেটে। জখম অবস্থায় তাকে প্রথমে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাকে চিকিৎসকরা বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন বলে জানা গেছে। এদিকে এদিনের ঘটনার এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। সন্ধ্যার পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। পুলিশ এলাকায় টহল দিচ্ছে এবং সেই সঙ্গে বহিরাগত যানবাহন গুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকার পঞ্চায়েত প্রধান সীমা লেট জানিয়েছেন, “বালিঘাট নিয়ে ওই এলাকায় প্রায় অশান্তি লেগেই থাকে। প্রশাসনকে বারবার বিষয় গুলি জানানো হয়। আজকের ঘটনার পর আবার আমি জানিয়েছি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য।” রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, “বালি ঘাট নিয়ে একটি অশান্তি খবর আমরা পেয়েছি। তবে সেখানে গুলি বা বোমাবাজি চলেছে কিনা সেটা জানি না। একজন আহত হয়েছে শুনেছি। কিন্তু তিনি কিভাবে আহত হয়েছেন তা বলতে পারবো না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments