রামপুরহাট : সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সফল করতে ও পথ দুর্ঘটনায় মৃত্যু রোধে রাতে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর অভিনব পদক্ষেপ নিল রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন ৷ গাড়ির টাইম লিমিট বেঁধে দিয়ে টোকেন সিস্টেম চালু করলেন ।
জাতীয় সড়কের ওপর দ্রুতগতিতে যানবাহন চলাচল করাই দিনের পর দিন দুর্ঘটনা বেড়ে চলেছে। সেফ ড্রাইভ সেভ লাইফ, কর্মসূচিকে সামনে রেখে আগে বীরভূম পুলিশ অনেক প্রয়াস করে ও প্রচার চালায় কিন্তু তাতে জাতীয় সড়কে দুর্ঘটনা কমেনি।
মল্লারপুর বাহিনা মোড়, রামপুরহাট লোটাসপ্রেস মোড় ,রামপুরহাট হাসপাতালের মোড় ,নলহাটির সিএডিসি মোড় থেকে কয়থা গ্রাম পর্যন্ত এই জাতীয় সড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
পুলিশের তরফ থেকে বিভিন্ন ভাবে মাইকিং করে অনুষ্ঠান করে সচেতনতা শিবির করা হলেও সতর্ক হয়নি গাড়ির চালকরা। তাই শুক্রবার রাতে রামপুরহাট লোটাসপ্রেস মোড় থেকে ১০ কিলোমিটার দূরে নলহাটির তেজহাটি মোড় প্রযন্ত সড়ক বেছে নিয়ে অভিনব পদক্ষেপ নিল পুলিশ। ঘন্টায় ৪০ কিমি বেগে গাড়ি চললে সময় লাগার কথা ১৮ মিনিট। সেই মতো রামপুরহাটে টোকেন দেবার সময় গাড়ির নাম্বার ও সময় লিখে দেওয়া হচ্ছে তারপর তেজহাটি মোড়ে পুলিশ টোকেন চেক করছেন।
১৮ মিনিট কম সময়ে যেসব চালক এই রাস্তা পেরিয়ে এসেছেন তাদের আপাতত সতর্ক করে ছেড়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে করা ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র :- news18.com