৮ই মার্চ ২০২১ সেনকো গোল্ড সিউড়ি শাখা, বিশ্ব নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের বেশ কয়েক জন নারীকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে।আর এই তালিকায় বীরভূম লাল মাটির দেশের সহ সম্পাদিকা শ্রীমতি চন্দ্রিমা চ্যাটার্জী নাম ছিল একজন সমাজ কর্মী হিসেবে। “বীরভূম লাল মাটির দেশ” সংস্থা টি আজ আর কারোর অচেনা নয়। সারা বছর ধরে এই সংস্থা সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষদের পাশে সবসময় থাকার চেষ্টা করে এবং সংস্থার একজন একনিষ্ঠ কর্মী হিসেবেই এই সন্মাননা।আমরা, বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে সেনকো গোল্ড সিউড়ি শাখাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।