II সীমানা II
-প্রশান্ত রায়
কয়েকটা মাত্র কাঁটার ঘেরাটোপ
রক্ত – চামড়া – শিরা দিয়ে বাঁধা
সীমানা..
দিন দিন হয়ে চলেছে ছোট,
নেই রক্ষা , নেই সম্মান,
মানুষ চড়ানো মানুষ গুলোর ওপর —
ছায়া পড়েছে দ্বন্দ্বের , স্বার্থের..
ছায়া পড়েছে প্রলোভনের..
হারিয়েছে বিশ্বাস..
ঝরে পড়েছে লালায়িত মুখের
রাসায়নিক বিক্রিয়ার রস—
সীমানার কাঁটা তার হয়েছে পিচ্ছিল ..
যেতে ভয় হয় ওপারে,
হয়তো ওপারের মানুষ গুলো
মুখ ঢাকে মুখোশের আড়ালে
কিম্বা সাড়ে তিন হাত সীমানার তলে…