স্নান করতে নেমে নদীর ঘুর্ণিতে তলিয়ে মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারের। শুক্রবার বেলা একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সাঁইথিয়ার ১৪ নম্বর ওয়ার্ডের আমবাগান লাগোয়ো ময়ূরাক্ষী নদীতে। ঘটনার জেরে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিশ জানায়, মৃত শুভজিৎ শিকদারের (২৮) বাড়ি সাঁইথিয়ার বিবেকানন্দ পল্লিতে। তিনি বিদ্যুৎ দফতরের মুর্শিদাবাদের গোকর্ণ সাবস্টেশনে জুনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। কিছু দিন আগে ছুটিতে বাড়ি আসেন।
তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি,ছবি : চন্দন কর্মকার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন পাড়ার বন্ধু বিশ্বজিৎ দাসের সঙ্গে নদীতে স্নান করতে যান শুভজিৎ। বন্ধু যখন নদীর পাড়ে দাঁড়িয়ে স্নানে নামার প্রস্তুতি নিচ্ছে তখন নদীতে ঝাঁপ দেন শুভজিৎ। দু’জনের কেউই সাঁতার জানতেন না। বিশ্বজিতের কথায়, ‘‘আমার চোখের সামনেই তলিয়ে গেল ও। কিছুই করতে পারলাম না!’’ ঘণ্টা দু’য়েক পরে ডুবে যাওয়া জায়গা থেকে হাত দশেক দূরে শুভজিতের দেহ উদ্ধার হয়। ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে দাঁড়িয়েছিল। শুভজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তোলা হয় সেই গাড়িতে। কিন্তু চালক না থাকায় গাড়ি ছাড়তে দেরি হচ্ছে দেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, উদ্ধারের পরও শুভজিতের দেহে প্রাণ ছিল। সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল না বলেই ওঁকে বাঁচানো যায়নি। সেই অভিযোগে পুলিশের গাড়িও ভাঙচুর করে উপস্থিত জনতার একাংশ।
তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি,ছবি : চন্দন কর্মকার
তথ্যঃ আনন্দবাজার পত্রিকা
[uam_ad id=”3726″]