Home » জেলার খবর » সাঁইথিয়ায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা, সাথে রুপোর মুকুটের পর রুপোর চাবি উপহার তৃণমূল জেলা সভাপতিকে

সাঁইথিয়ায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা, সাথে রুপোর মুকুটের পর রুপোর চাবি উপহার তৃণমূল জেলা সভাপতিকে

বীরভূম ৬ জুলাইঃ- বৃহস্পতিবার সাঁইথিয়া বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা শাসক পি মোহন গান্ধী, অনুব্রত মন্ডল, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সাহা, পুর প্রধান বিপ্লব দত্ত ও বিধায়ক নীলাবতী সাহা সহ বিশিষ্ট জনেরা।
সাঁইথিয়া বিধানসভা এলাকার ৩৬ টি স্কুলের ২০৮ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দের হাতে মানপত্র ও স্মারক উপহার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানেই বীরভূম জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলকে রৌপ্য চাবি উপহার দেওয়া হল সাঁইথিয়া বিধায়কের পক্ষ থেকে। এ প্রসঙ্গে এলাকার বিধায়ক নীলাবতী সাহার বক্তব্য – সাঁইথিয়া বিধানসভা এলাকায় ৩৪ বছর ধরে উন্নয়নের দরজা বন্ধ ছিল। সেই দরজা জেলা তৃনমূল সভাপতি তথা এস আর ডি এ চেয়ারম্যান অনুব্রত মন্ডলের হাত দিয়ে খুলেছে। তাই তার হাতে উন্নয়নের চাবি উপহার স্বরূপ তুলে দিলাম। সাঁইথিয়ার গ্রামীন হাসপাতালটি স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হচ্ছে, রবীন্দ্র ভবনটি সংস্কার হয়েছে আর তার সঙ্গে রাস্তা,ঘাট,পানীয় জল সহ সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে এখন। আর এটা সম্ভব হয়েছে অনুব্রত মন্ডলের জন্য। । এই নিয়ে জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল বলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত মাত্র। বিগত বাম শাসনে রাজ্যের সঙ্গে এই জেলাও উন্নয়নে বঞ্চিত ছিল। আমি চেষ্টা করছি বঞ্চিত বীরভূম বাসীর জন্য কিছু করার।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments