রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা ছাড়াই রাজ্যে কার্যত অকেজো ১ টাকার ছোটো কয়েন। কলকাতা ছাড়লেই অচল এক টাকার ছোট আকারের কয়েন। মুদির দোকানি থেকে সবজি বিক্রেতা, কেউ নিচ্ছেন না এক টাকার কয়েন। সবক’টি জেলায় এখন কার্যত অচল আকারে ছোট এক টাকার কয়েন। আর তা নিয়ে কথা কাটাকাটি, ঝামেলা, এমনকী হাতাহাতি পর্যন্ত হচ্ছে। এমনিতেই বাজারে এখন উপচে পড়ছে খুচরো। তার উপর জেলাগুলিতে এক টাকার ছোট আকারের কয়েন অচল হয়ে পড়ায় দুর্ভোগের একশেষ সাধারণ মানুষের।
২০১১ সালে ২৫ পয়সাকে অচল ঘোষণার পর নতুন ধরনের দু’টাকা, পাঁচ টাকা ও এই এক টাকার ছোট কয়েন চালু করে রিজার্ভ ব্যাঙ্ক। এখনও পর্যন্ত ওই কয়েন বাতিল করা হয়নি। তাই আইনত কোনও ভারতীয় নাগরিক ওই কয়েন নিতে অস্বীকার করতে পারেন না। কেউ যদি তা করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। কোনও ব্যক্তি বা ব্যবসায়ী তা নিতে অস্বীকার করেন তাহলে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এর(এ) ধারায় দেশদ্রোহিতার অভিযোগে মামলা হতে পারে। দোষী প্রমাণিত হলে কমপক্ষে তিন বছরের জেল, এমনকী যাবজ্জীবন কারাবাস পর্যন্ত হতে পারে।
অভিযুক্তের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়? আইনজীবীদের পরামর্শ, শুধু এক টাকার ছোট কয়েন নয়, রিজার্ভ ব্যাঙ্ক ঘোষিত কোনও কয়েন যদি কেউ নিতে অস্বীকার করেন, তাহলে তৎক্ষণাৎ পুলিশে খবর দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে সরাসরি ন্যাশনাল কনজিউমার কমিশনের টোল ফ্রি নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যেতে পারে। কমিশনই স্বতঃপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবে। এছাড়াও বিষয়টি নিয়ে সরাসরি জেলাশাসকেরও দৃষ্টি আকর্ষণ করা যায়। তাতেও কাজ না হলে আদালতের দ্বারস্থ হওয়া যায়।
তথ্যঃ সংবাদ প্রতিদিন
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]