Home » জেলার খবর » মহম্মদ বাজার থানার সোঁতশাল মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ

মহম্মদ বাজার থানার সোঁতশাল মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ

আজ সকালে রিজিয়া সুলতানা নামে এক স্কুল ছাত্রী রাস্তা পার হওয়ার সময় একটা লরি ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত লাগে ও কানের পাশ দিয়ে রক্ত ক্ষরণ হয়।স্থানীয়রা এসে তাড়াতাড়ি সিউড়ি হাসপাতাল নিয়ে যায়।তারপর থেকে শুরু হয় অবরোধ।
এলাকাবাসীদের অভিযোগ এই সোঁতশাল মোড়ে নেয় কোনো ট্রাফিক পুলিশ নেয় কোনো ব্যারিকেট তাই অনবরত দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষ ও স্কুলের ছাত্র ছাত্রীদের।প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর মহম্মদ বাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও স্থানীয়দের দাবিপুরনের আশ্বাসের পর অবরোধ উঠে।
রিজিয়া সুলতানার মাথায় আঘাত থাকায় তাকে সিউড়ি হসপিটালে ভর্তি করা হয়েছে।
৬০ নম্বর জাতীয় সড়কে পাশে সোঁতশাল প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক বলে ছাত্রছাত্রীদের প্রচুর অসুবিধা হয় রাস্তা পার হতে এখানে, প্রয়োজন সিভিক ভলান্টিয়ার ও ব্যারিকেটের।
ভিডিও -মহম্মদ মফিজ
তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments