সিউড়ি : গত ২৮ মার্চ রামপুরহাট কলেজে এমনই এক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বেধন করেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এ বার কলেজের গণ্ডি ছাড়িয়ে সেই বিদ্যুৎ এ বার স্কুলেও। যে যে স্কুলে এমন ব্যবস্থা গড়ে উঠছে সেগুলি হল সিউড়ি ২ ব্লকের হাটজনবাজারের রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চবিদ্যালয়, সিউড়ি ১ ব্লকের কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল এবং নগরী শুধাংশু বদনী শিক্ষা নিকেতন। প্রথম দুটি স্কুলের ছাদে সোলার মডিউল বসানোর কাজ শেষ। ইম্পোর্ট-এক্সপোর্ট মিটার বসানোর অপেক্ষা। শেষ স্কুলটিতে সবে কাজে হাত পড়েছে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে স্কুলেই তৈরি হবে বিদ্যুৎ। উৎপাদিত বিদ্যুৎ শুধু স্কুলের বিদ্যুতের বিল সাশ্রয় করবে তাই নয়। অন্য কাজেও লাগাবে বিদ্যুৎ দফতর।
তথ্যঃ সহায়তায় আনন্দবাজার পত্রিকা