অগ্রহায়ণ মাসে বাড়ি বাড়ি নবান্ন উৎসবের রীতি সবাই দেখেছেন। নতুন ধান বাড়ি নিয়ে আসার পর নবান্ন উৎসবে মাতেন সকলে। কিন্তু স্কুলে নবান্ন উৎসব! একটু আলাদা মনে হলেও এটাই হয়ে থাকে বীরভূমের বেলেড়া রাধারমণ নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে। এবছর নতুন নয়, বিগত ৬ বৎসর ধরে হয়ে আসছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে নবান্ন উৎসব। এই উৎসব পালনের ক্ষেত্রে রাজনগর থানার অন্তর্গত বেলেড়া গ্রামের শিক্ষকদের রয়েছে অক্লান্ত পরিশ্রম, সাথে রয়েছে স্থানীয় বাসিন্দাদের অবদান।
আর এই অভিনব নবান্ন উৎসব গতকালই হয়েগেল বিদ্যালয় প্রাঙ্গনে। ছিল মিষ্টি, কলা, নারকেল ইত্যাদি ফল, নতুন চালের ভাত, সাথে ছিল দুধ। সব মিলিয়ে একেবারে ভুরিভোজ। এমন একটা দিন যেন ছাত্রছাত্রীদের বেজায় খুশির দিন।
ছবি -দেবকুমার সৌ
তথ্য- মনোতোষ সাহা
[uam_ad id=”3726″]