KoII শূন্য কথারা II
-প্রশান্ত রায়
দল ছাড়া জোনাকির আলোয়
পলাতক মাঝি
রক্তবর্ণ চোখ আর
দু -একটা তারা গোনা,
আঁধারের শিকল ছিঁড়ে
সাদা মেঘের দলছুট
দূরে ঝিঁ ঝিঁ পোকার সন্মিলিত সুর
আনন্দ বেদনার মিশ্রণ
ছড়িয়ে যায়
সাদা কালো পেঁচার প্রখর দৃষ্টি
রক্তে স্নাত
ছিঁড়ে পড়া শিরা দিয়ে
বাঁধা ঘর
মুহূর্তের মধ্যে নিরুদ্দেশী
বুক চিরে নেমে আসে
অশ্লীল ভাবনার কথক ,
তাঁর হাত ধরেই দেখা
রঙ্গীন আঁকিবুকি
শূন্যতার জোয়ারে এখন
ভরা নৌকাডুবি…