Home » জেলার খবর » রেল পার হতে গিয়ে মৃত গৃহবধু

রেল পার হতে গিয়ে মৃত গৃহবধু

আজ সকাল ১০:১৫ মিনিট নাগাদ বীরভূমের মল্লারপুর স্টেশনে রেল পার হতে গিয়ে মৃত্যু হলো রুকমনি কুর্মি (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধূ পূঁজা দেওয়ার জন্য বাজার করে বাড়ি আসার পথে রেল পার হওয়ার সময় আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা মেরে চলে যায়।সঙ্গে সঙ্গে মারা যায় ওই গৃহবধূ ।
অরূপ দাস বলেন রুকমনি আমাদের পাশের বাড়ির গৃহবধূ, তিন ছেলে মেয়ে ও প্রতিবন্ধী স্বামীকে নিয়ে ওদের সংসার।ওই গৃহবধূ পরিচারিকার কাজ করে সংসার চালাতেন ও ছেলে মেয়ে পড়াশুনা করাতেন।অরূপ বাবু দাবি করেন রেলমন্ত্রী যদি আমাদের এক ফুট ওভার ব্রিজ করে দেয় তো আমাদের যাতায়তের সুবিধা হবে।রেল লাইনের পাশে কয়েকশ বাড়ি আছে আমাদের সকলকে এই রেলের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। এই পাড়ায় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে হয় এই রেল পার করে।এইরকম যাতায়াতের কারণে অনেক সময় ঘটে দুর্ঘটনা।কোনো কোনো সময় দুই লাইনে মালগাড়ি দাঁড়িয়ে থাকলে আমাদের মালগাড়ির নিচে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয়।যেহেতু পাঁচ নাম্বার প্লাটফর্মে যেতে কোনো ফ্লাইওভার নেই তাই আমাদের রেলমন্ত্রীর কাছে আবেদন একটা ফ্লাইওভার ব্রিজ যেন করে দেন তাহলে আর আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবেনা।
ভিডিও ও তথ্য – ভিক্টর।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments