‘কিছু ঋণ শোধ করা যায় না। করতে নেই।’
—-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
চলে যাওয়ার দিন।।
বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙ্গালী সাহিত্যিকছিলেন। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পের বই, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী লিখেছেন। এই বিশিষ্ট জ্ঞানী মানুষটি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার,জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন।