লাভপুর : বীরভূমে লাভপুরের বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছারি বাড়ি ধাত্রীদেবতায় আজ সূচনা হলো সংগ্রহশালার।পাঁচ টাকা টিকিটের বিনিময়ে যে কেউ ঘুরে দেখতে পাবেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র,প্রাপ্য পুরষ্কার,লেখাপত্র ও বিভিন্ন সময়ের ছবি প্রভৃতি।লাভপুর পঞ্চায়েত সমিতির সহযোগীতায় বীরভূম সংস্কৃতি বাহিনীর ধাত্রীদেবতা উন্নয়ণ কমিটির তত্ত্বাবধানে চালু হলো এই সংগ্রহশালার।