Home » জেলার খবর » টাকার ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন

টাকার ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন

ঘটনা গতকাল দুপুর তিনটার সময়। মনোতোষ বাউড়ি যাচ্ছিলেন দুবরাজপুর। সাতকেন্দুলি পেরোনোর সময় চোখে পড়ে একটি মানি বায়গ রাস্তার ধারে পড়ে রয়েছে। মোটর বাইক থামিয়ে ব্যাগটি তিনি রাস্তা থেকে উঠিয়ে নেন। ব্যাগে ছিল ১৯২৩ টাকা আর ভোটার আইডি কার্ড, সাথে ছিল আরো কিছু মোবাইল নাম্বার।
মনোতোষ বাবুর বাড়ি চিনপাই গ্রাম পঞ্চায়েতের বাদেরসোল গ্রামে।
এরপর মনোতোষ বাবু কোনোরকম ভাবনা চিন্তা না করেই ওই ফোন নাম্বারগুলিতে একের পর এক ফোন করতে শুরু করেন আর ভোটার আইডি কার্ডের পরিচয় ধরে জানতে চান হারিয়ে যাওয়া মানি ব্যাগের মালিককে কোথায় পাওয়া যাবে। শেষমেষ পেয়ে যান সেই ব্যক্তিকে। ফিরিয়ে দেন সমস্ত টাকা সহ মানি ব্যাগটি।
যিনি ওই টাকা সহ মানি ব্যাগটি হারিয়ে ছিলেন উনার নাম দশরথ ঠাকুর। আসল বাড়ি বিহার, পেশায় দুবরাজপুর পাওয়ার হাউসের মোড়ে নাপিতের কাজ করেন। টাকা শুদ্ধ মানি ব্যাগ ফেরত পেয়ে দশরথ বাবু খুব খুশি।
এর আগেও আমরা এরকম সততার প্রতীক টোটো চালক রাজু দাসকে খুঁজে পেয়েছিলাম এই বীরভূম থেকেই। আবারও পেলাম মনোতোষ বাউরিকে। কিন্তু এই সকল মানুষগুলো সব সময় যেন অন্তরালেই থেকে যান। বীরভূম – লাল মাটির দেশের তরফ থেকে আবারও এই সকল মানুষগুলিকে জানাই কুর্নিশ।
ছবি ও তথ্যঃ অভিক মিত্র, চিনপাই।
[uam_ad id=”3726″]

Comments